সব ধরনের যাদু-টোনা ও বান কাটার সহজ আমল

*১ম আমল*

সুরা ইখলাস ১০১ বার
সুরা ফালাক ১০১ বার
ও সুরা নাস ১০১ বার পাঠ করে পানিতে ফু দিবেন।

এরপর সেই পানি যার উপর যাদু করা হয়েছে, তাকে ২১ দিন পর্যন্ত সকাল ও সন্ধায় এক চামচ করে পান করাবেন। ইনশাআল্লাহ তায়ালা প্রথম দিনেই বেশিরভাগ যাদু ও বান কেটে যাবে এবং ২১ দিনে পুরোপুরি কেটে যাবে।

তবে যাদু যদি বেশি শক্তিশালী হয় অথবা পুরাতন হয়, তবে উপরের সুরাগুলি ৭ দিন পর্যন্ত ১০১ বার করে পাঠ করে পানিতে ফু দিবেন। অতঃপর সেই পানি ৪১ দিন পর্যন্ত রোগীকে পান করাবেন। ইনশাআল্লাহ তায়ালা এই আমলের দ্বারা কঠিন প্রকারের যাদু ও বান কেটে যাবে।

এই আমলের আগে এজাজত নেওয়া খুবই দরকার। সুতরাং এজাজত নিয়ে আমল শুরু করবেন।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ